অবতক খবর,২৪ জুনঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সাথী করে নির্বাচনী প্রচারের ময়দানে উত্তর দিনাজপুর জেলা পরিষদের ৭ নম্বর আসনের তৃনমূল কংগ্রেস প্রার্থী মাজহারুল হক ওরফে মাজহার। দীর্ঘদিন ধরে দলের একনিষ্ট কর্মী হিসেবে পরিচিত মাজহার। পাশাপাশি ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পদে জেলার মানুষের সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন মাজহারুল হক ওরফে মাজহারের স্ত্রী আলেমা নুরি।

এবার জেলা পরিষদের সেই আসনে তার স্বামী মাজহারুল হক ওরফে মাজহার।মাজহারুল হক ওরফে মাজহার। স্বামীকে জেতাতে দক্ষ সেনাপতির মতো ভোটযুদ্ধে অংশ নিয়েছেন স্ত্রী আলেমা নুরি। নিজের টার্মে মানুষের জন্য করা উন্নয়নকে হাতিয়ার করেই বাড়ি বাড়ি ভোট প্রচারে নেমে পড়েছেন আলেমা নুরি। এছাড়াও কংগ্রেস কোনও ফ্যাক্টর হবে না বলেও বিরোধীদের একহাত নিলেন মাজহার। কংগ্রেসের কোনও প্রার্থীই ছিল না, তৃনমূল থেকে একদিন আগে কংগ্রেসে যোগদান করা সাধারন কর্মীকে জেলা পরিষদ প্রার্থী করেছে কংগ্রেস বলে তীব্র আক্রমন করেন মাজহার। পাশাপাশি গোয়ালপোখরের তৃনমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর সক্রিয় সমর্থন মাজহারের সাথে রয়েছে। সবমিলিয়ে নিজের জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী ৭ নম্বর জেলা পরিষদ আসনের তৃনমূল কংগ্রেস প্রার্থী মাজহারুল হক ওরফে মাজহার।