অবতক খবর,২১ এপ্রিল: নির্বাচনের একদিন আগে উত্তেজনা কাঁচরাপাড়া ১১ নং ওয়ার্ড ধরমবীর কলোনিতে। আজ সকালে ঘুম থেকে উঠে স্থানীয়রা দেখতে পান ঝোপের মধ্যে একটি ব্যাগে রয়েছে বেশ কয়েকটি তাজা বোমা। বোমাগুলো দেখে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। তড়িঘড়ি তারা খবর দেন বীজপুর থানায়। উল্লেখ্য, গতকাল রাতেও ১১ নং ওয়ার্ডে পরপর দুটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। অল্পের জন্য রক্ষা পেয়েছে এক তরুণী। স্থানীয়রা জানিয়েছেন,এই যে নির্বাচনের আগে ঘটনাগুলো ঘটছে তার পেছনে রয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।

এ প্রসঙ্গে স্থানীয় সমাজসেবী মলয় ঘোষ বলেন,”আগামীকাল নির্বাচন। নির্বাচনের আগে এই সমস্ত ঘটনা একমাত্র বিজেপিই ঘটাবে। আসলে ওরা আবার ২৩শে মে’র পুনরাবৃত্তি করার পরিকল্পনা করেছে। কিন্তু আমরা তা করতে দেব না। আমরা জনসাধারণের কাছে আবেদন রাখছি যে, আপনারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন। যাতে এই সমস্ত ঘটনা আর না ঘটে। যে অঞ্চলের সাংসদ অর্জুন সিং এর মত একটা গুন্ডা সেখানে মানুষ আর কি আশা করতে পারে। তিনি যদি ভেবে থাকেন দু’চারটে গুন্ডা পাঠিয়ে বোমাবাজি করে তিনি তাঁর সন্ত্রাস বজায় রাখবেন, তাহলে তিনি ভুল ভাবছেন। আসলে মানুষকে ভীতসন্ত্রস্ত করার জন্যই এই পরিকল্পনা করেছে তারা,মানুষ যাতে ভোট না দিতে যেতে পারে, সেই চক্রান্তই করছে তারা। কিন্তু তৃণমূল কংগ্রেস বা তার কর্মীরা এই হানাহানির রাজনীতিতে বিশ্বাস করে না, মানুষ জবাব দেবে ব্যালটে। আগামী ২রা মে তার ফলাফল সবাই দেখতে পাবে।”

এর পাশাপাশি তিনি কড়া ভাষায় আক্রমণ করেন শুভ্রাংশু রায়কে।

পরবর্তীতে বীজপুর থানার পুলিশ এসে বোমাগুলো নিস্ক্রিয় করে উদ্ধার করে নিয়ে যান।