অবতক খবর: মক্কা থেকে মিনাখাঁয় মনোনয়ন নিয়ে মামলা। ‘আদালতে অভিযোগ না হলে কী হত? সৌদি আরব থেকে মনোনয়ন বৈধ বলে গণ্য হয়ে যেত’, কমিশন তখন কী করত? প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার।
মক্কা থেকে মিনাখাঁয় মনোনয় জমা দেওয়ার ঘটনা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল।তৃণমূল প্রার্থী মোহারুদ্দিন গাজি গত ৪ জুন সৌদি আরবে তীর্থ করতে গিয়েছিলেন । তিনি দেশে না ফিরলেও তাঁর মনোনয়নপত্র জমা পড়ে উত্তর ২৪ পরগনার মিনাখাঁর কুমারজোল গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হিসাবে। যা নিয়ে আপত্তি তুলে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন বিরোধীরা।
বিরোধীদের অভিযোগ রাজ্য নির্বাচন কমিশনকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিংহ। সেই সঙ্গে মোহারুদ্দিন বিদেশে থেকে কী করে নিজের মনোনয়নপত্রে সই করলেন সেই প্রশ্নও আগেই তুলেছিলেন বিচারপতি। তৃণমূল প্রার্থী মোহারুদ্দিন গাজির সেই মনোনয়নপত্র বাতিল করে রাজ্য নির্বাচন কমিশন।