নিজস্ব সংবাদদাতা : অবতক খবর : পূর্ব মেদিনীপুর :      বাঙালির বারো মাসে তেরো পার্বন। এক উৎসবের শেষ তো আরেক উৎসবের সূচণা। ঠিক একই রকম ভাবে সামনেই বাঙালির বিশেষ উৎসব নববর্ষ। চৈত্র সংক্রান্তির আগের দিন পালন করা হয় নীল ষষ্ঠী বা নীল পূজা।

নীলপূজা বা নীলষষ্ঠী হল বাংলার হিন্দুসমাজের এক লৌকিক উৎসব, যা মূলত শিব-দুর্গার বিবাহ বা শিবের বিয়ে নামে পরিচিত। বাঙালি গৃহিণীরা নিজের সন্তান এর মঙ্গল কামনায় নীরোগ সুস্থ জীবন কামনা করে এই  ব্রত পালন করেন। আজ সর্বত্রই জুড়ে নীল ষষ্ঠী পুজোয় মেতে উঠেছেন আট থেকে আশি।

আজ আমরা পৌঁছে গিয়েছিলাম পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত বহিচবেড়িয়া গ্রামের শিব মন্দির প্রাঙ্গণে। তাদের পূজো ১৫ তম বর্ষে পদার্পণ করলেন। পূজো শুরু হয়েছে ১০এপ্রিল থেকে চলবে ১৫ এপ্রিল পযন্ত। পূজো কমিটির সদস্যরা ব্যান্ড পার্টি সহকারে তমলুকের রূপনারায়ণ নদীর থেকে জল নিয়ে এসে শিবের মাথায় ঢালা হয়।