অবতক খবর,২৫ মার্চ: উচ্চ আদালত রামপুরহাট ঘটনার তদন্তের জন্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। কিন্তু বাংলায় কোন ঘটনা ঘটলে সেই ঘটনার তদন্ত করতে গিয়ে রাজ্য সরকারের পুলিশ প্রশাসন কোনো পক্ষপাতিত্ব করে না। সিট এই ঘটনার ইনভেস্টিগেশন প্রক্রিয়া অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছিল। একসময় কোর্ট সিবিআইকে তোতা পাখি বলে মন্তব্য করেছিল। বিগত দিনে দেখা গিয়েছে বহু ঘটনার সিবিআই তদন্ত হলেও সেই তদন্তের কোন ফল পাওয়া যায়নি।
সিবিআই, ইডি এর মত কেন্দ্রীয় এজেন্সি গুলি দেশের শ্রেষ্ঠ অফিসারদের নিয়ে গঠিত হয়। কিন্তু কেন্দ্রের ক্ষমতাসীন সরকার তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে গিয়ে এদের ভোঁতা করে দেওয়া হচ্ছে, ফলে এদের তদন্তে চেয়ে পক্ষপাতিত্ব হয় তা দেখা গিয়েছে।
বিরোধীরা অনেকে অনেক কথা বলছেন, অথচ তারা যখন এরাজ্যে ক্ষমতায় ছিলেন তখন ছোট আঙারিয়া বা নেতাইয়ের ঘটনায় কয় জনকে গ্রেপ্তার করতে পেরেছিলেন?
রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিরপেক্ষ অবস্থান বজায় রাখেন বলেই তিনি যে কোন ঘটনার তদন্তে কোন দল রং দেখেন না। সেজন্যই দলীয় নেতাকর্মীদের কেও রেয়াত করেন না, এটা প্রমাণ হয়েছে বারবার।
রামপুরহাট কাণ্ডের জেরে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের রায় প্রসঙ্গে মন্তব্য রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এর।