অবতক খবর, সংবাদদাতা , মুর্শিদাবাদ :- বহরমপুরে মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন পালন করল মাতৃমুক্তি ও সোনার তরী স্বয়ম্ভর গোষ্ঠী।
Video Player
00:00
00:00
এই গোষ্ঠীর সম্পাদিকা কল্যাণী মন্ডল মোদক জানালেন বীর দেশপ্রেমিক সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ৫০ জন কচিকাঁচাদের নিয়ে একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এছাড়াও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন স্বয়ংবর গোষ্ঠীর মেয়েরা।
এই স্বয়ম্ভর গোষ্ঠী জুটের তৈরি বিভিন্ন হাতের জিনিস তৈরি করে থাকেন। এই প্রতিযোগিতায় যারা ভালো ফল করেছে তাদের হাতে ,গোষ্ঠীর পক্ষ থেকে উপহার তুলে দেওয়া হয়।