অবতক খবর,৩ ফেব্রুয়ারী :  রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলোতেই বাগদেবীর আরাধনা মেতে উঠেছে। এবার নৈহাটির ২৪ নম্বর ওয়ার্ডে বি আর এস কলোনি স্পোর্টিং ক্লাবের সামনে ফিরে আসার দিন থিমের ওপর আলোকপাত করে বাগ দেবীর আরাধনায় মেতে উঠতে দেখা গেল।

বিশেষত এই থিমে শৈশব জীবনের কাহিনীর পাশাপাশি পুরনো দিনের ব্যবহৃত জিনিসকে সামনে রেখে দীর্ঘ দুইমাস ধরে নিজের হাতে তৈরি করে বাগদেবী আরাধনায় মেতে ওঠার সহযোগিতায় হাত বাড়িয়ে দিলেন স্থানীয় ব্যবসায়ী যুবক প্রসেনজিৎ মজুমদার।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ বাবু জানান শৈশব জীবনে গাছে উঠে খেজুরে রস চুরি করে খাওয়া থেকে শুরু করে পুরনো জিনিস যেসব ব্যবহৃত করা হতো সেগুলো আজ নতুন প্রজন্মের কাছে অধরা হিসেবে পরিগণিত হয়েছে, নতুন প্রজন্ম খালি মুঠোফোনে মধ্যে নিজেদের নিয়োজিত করে রাখছে তার থেকে মুখ ঘুরাতে আজকের এই থিমের চিন্তা।