অবতক খবর : নৈহাটিতে পুনরায় সক্রিয় ভারতীয় জনতা পার্টি থেকে কার্তিক রায় ও রাজ কুমার ঘোষালের নেতৃত্বে ৪২ জন তৃণমূলে যোগদান করলেন। এছাড়াও উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুবোধ অধিকারীর উপস্থিতিতে তারা সকলে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। সুবোধ অধিকারী তার ভাষণে অর্জুন সিং ও মুকুল রায়কে ইঙ্গিত করে নাম না ভাঙ্গিয়ে অর্জুন ও কৃষ্ণের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, গত ২৩ শে মে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে ব্যারাকপুর অঞ্চলে যে তান্ডব সৃষ্টি করেছিল অর্জুন হয়ে গেল দূর্যোধন এবং কৃষ্ণ হয়ে গেল শকুনি। তিনি আরো বলেন, বাংলার হিংস্র বাহিনীর চাণক্য একের পর এক ঘরবাড়ি ভাঙচুর, প্রতিটি মিউনিসিপ্যালিটি দখল করেছিল,কাউন্সিলরদের পিটিয়ে মেরে খুনের হুমকির ভয় দেখিয়ে। মুকুলকে নিশানা করে তিনি বলেন, মমতা ব্যানার্জীর দয়ায় সাংসদ রেলমন্ত্রীর জায়গা পেয়েছিলেন বলে জানান। এছাড়াও সাম্প্রতিক হওয়া বিধানসভার উপনির্বাচনে ৩টে সিটে জয় লাভের মধ্যে আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে ২২৫ টি আসন নিয়ে বাংলায় জয়ী হবেন বলে তিনি আশা করেন। অন্যদিকে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক তার ভাষণে পুলওয়ামা আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশ প্রেমের নেশায় বাংলায় গত লোকসভা নির্বাচনে ১৮টি ও ভারতবর্ষে ৩০৩টি সিট পেয়ে ভারতীয় জনতা পার্টি লাগামছাড়া তান্ডব চালানোর অভিযোগ করেন। এছাড়াও বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মানুষের জন্য কন্যাশ্রী, সবার উপর মাথার ছাদ, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা ও ফেয়ার প্রাইস এর মাধ্যমে স্বল্প মূল্যের ওষুধ সরবরাহ সহ রাস্তা তৈরির সুফলের কথা জানিয়ে কেন্দ্রীয় সরকারের এন.আর.সি. ও রাষ্ট্রায়ত্ত লাভজনক সংস্থাগুলিকে বেসরকারিকরণের চক্রান্তের বিরোধিতা করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চ্যাটার্জী, উপ-পৌরপ্রধান ভজন মুখার্জী, কাউন্সিলর তথা সি.আই.সি. হেলথ সনৎ দে, শম্ভুনাথ বিশ্বাস সহ প্রাক্তন বিজেপির ও.বি.সি. মোর্চার রাজ্য কমিটির সদস্য অমিতাভ সেন সহ বিশিষ্ট নেতৃবর্গ।