অবতক খবর,২৫ আগস্ট: নৈহাটির সেফহোম অল্প কিছু দিনের মধ্যেই করোনা রোগীদের কাছে আশা-ভরসার স্থল হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। গত ২০ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত এখানে ভর্তি হয়েছেন মোট ২৯২ জন।
তার মধ্যে সুস্থ হয়েছেন মোট ২২৯ জন। অন্যদিকে মাত্র ১২ জন করোনা রোগীকে সেখান থেকে অন্যত্র স্থানান্তরিত করতে হয়েছে। বর্তমানে সেখানে ভর্তি রয়েছেন ৫১ জন রোগী। আর আজ নতুন করে ৯ জন ভর্তি হবে।
২৪ আগস্ট নৈহাটি সেফহোম থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৯ জন। যার মধ্যে রয়েছে ১২ বছরের সৃজা। সুস্থ হয়ে সে আনন্দে আপ্লুত হয়ে গান গাইল “বুলবুল পাখি ময়না টিয়ে।” এছাড়াও রয়েছে ৫ বছর বয়সী দীপান্বিতা দাস। স্নেহের পরিসেবায় করোনা মুক্ত হয়ে এরা সকলেই খুশী।