অবতক খবর ঃঃ নৈহাটি ঃঃ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ঘন্টা বাজার আর বেশি দিন বাকি নেই। এহেন অবস্থায় প্রায় সর্বত্র জায়গায় গোষ্ঠী কোন্দলে জর্জরিত তৃণমূল কংগ্রেস দল, বাদ যায়নি নৈহাটির রাজনীতিও। প্রায় সব জায়গায় দলীয় মাদার ও যুব সভাপতির নাম ঘোষণা হওয়ার পরেও আজ অবধি নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিকের এলাকায় মাদার ও যুব সভাপতি নির্বাচন পর্ব শেষ করতে না পারায় রাজনৈতিক মহল স্তম্ভিত। এই অবস্থায় দলীয় পদে নির্বাচন সঠিক সময়ে করে উঠতে না পারলে আসন্ন বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হবে কি করে তা প্রশ্নের মুখে উঠে আসে। ধরা যাক, নৈহাটি বিধানসভার মাদার ও যুব সভাপতি পদের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের নাম উঠে আসা সত্ত্বেও বিধায়ক পার্থ ভৌমিক কিন্তু সাহস যুগিয়ে মাদার ও যুব সভাপতির নাম ঘোষণা করে করতে সাহস পাননি।
যখনই কোন দলের মধ্যে কোন বিদ্রোহের আচ পান তখনই ব্যস্ত হয়ে যান সকল পক্ষকে মিটিংয়ে বসে তার প্রলেপ দেওয়ার জন্য। কিন্তু এই সাময়িক প্রলেপের চেষ্টা কিছুদিন যাওয়ার পর থেকে আবার আগুনের স্ফুলিঙ্গ এর মত ধীকধীক করে জ্বলে উঠতে শুরু করে। বেশ কিছুদিন চুপচাপ ছিলো নৈহাটির টাউন, ব্লকের মাদার ও যুব সভাপতি পদের দাবিদারকে কেন্দ্র করে। সূত্র মারফত জানা যাচ্ছে নতুন করে নৈহাটি টাউনের যুব সভাপতি পদে আকাশ জয়সওয়ালের নাম উঠে আসতে শুরু করেছে। এক ঝলকে দেখে নেওয়া যাক কে সেই আকাশ জয়সওয়াল ?
আকাশের বাড়ি কামারহাটি এলাকায় কিন্তু অধুনা নৈহাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নৈহাটি বিদ্যা বিকাশ স্কুলের দশম শ্রেণীতে দ্বিতীয়বার পরীক্ষায় উত্তীর্ণ হন অতঃপর গরিফা হিন্দি হাই স্কুল থেকে এইচ.এস. পাস করেন এবং তিনি এখন একজন ছাত্র রাজনীতিতে যুক্ত। গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ ত্রিবেদীর পরাজয়ের পর থেকে বারংবার জয়ী বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হয়ে নিয়মিত পোস্ট করার কথা বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে। আরো জানা যায় গত ২৪ শে মে ২০১৯ বিজেপি নেতা বিট্টু জয়সওয়ালের কাছে যান এবং তার মারফত রাজা দত্তের সঙ্গে পরিচিত হন।
এই সেই আকাশ জয়সওয়াল যিনি নিজে নাকি তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতা থেকে বর্তমানে টাউন যুব সভাপতি পদের দাবিদার বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এমনকি আকাশ তার নিজের এলাকায় রাজা দত্তের নিজস্ব গাড়িচালক বলে প্রচার করলেও এলাকাবাসীরা এই কথা অর্থহীন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সূত্র মারফত আরও জানা যাচ্ছে কলেজে রাজনীতি করার সময় ছাত্র ভর্তি প্রক্রিয়ায় আর্থিক দুর্নীতির কথা উঠে আসছে। আকাশ তার নিজের এলাকায় এখনো অবধি সঙ্গোবদ্ধ আন্দোলন বা পাশে থাকার বার্তা দিয়ে উঠতে পারেননি। তাহলে দলের যুব সভাপতির মত মস্ত বড় পদের দাবি কি করে রাখেন? দল এখন কাকে নৈহাটি টাউন যুব সভাপতি পদের দায়িত্ব দেন তা রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে।