অবতক খবর, সংবাদদাতা, হুগলি :: নৈহাটি পর এবার চুঁচুড়া চন্দননগরের বোমা ব্লাস্ট ক্ষতিগ্রস্ত বাড়িওয়ালারা তাদের ক্ষতিপূরণ হাতে পেলেন। এই ক্ষতিপূরণের চেক তুলে দিতে উপস্থিত হন জেলাশাসক ওয়াই রত্নাকর রাও। তিনি জানান 9 জানুয়ারি নৈহাটি বোমা ব্লাস্ট কাণ্ডে যে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে চিহ্নিত করে সরকার। ইতিমধ্যে তাদের ক্ষতিপূরণ দিতে বলেছিলেন মুখ্যমন্ত্রীর। সেই নির্দেশ অনুযায়ী 397 জন মানুষের বাড়ি চিহ্নিত করেন সরকারি আধিকারিকরা।আজ তাদের হাথে চেক তুলে দেয়া হলো ।
উল্লেখ্য গত ৯ জানুয়ারি নৈহাটি গঙ্গার ধারে বোম নিস্কীয় করার সময় ভয়ঙ্কর কম্পনে গঙ্গার পূর্বপাড়ে বেশ কিছু সংখ্যক বাড়ীতে ফাটল সৃষ্টি হয়। এনিয়ে জনমানসে ভীতি সঞ্চারের সাথে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এই অবস্হায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মানবিক হয়ে, যে যে পরিবারের বাড়ীতে ফাটল ধরেছিল তাদের পৌরসভার মাধ্যমে ক্ষতিপূরণ এর আশ্বাস দিয়েছিলেন।
বিধায়ক অসিত মজুমদার তৎপরতার সঙ্গে এই বাড়ীগুলি সনাক্ত করে ক্ষতিপূরণ দেবার জন্য উদ্যোগ নেন। বৃহস্পতিবার হুগলী তামলীপাড়ার রেডক্রস সোসাইটি ভবনে ২৫ জনের হাতে ৬৩০০ টাকা করে ক্ষতিপূরণ এর চেক প্রদান করলেন জেলাশাসক ওয়াই রত্নাকর রাও। চেক প্রদান করেন মহকুমাশাসক , বিধায়ক এবং উপ পৌরপ্রধান সহ পৌরসভার কাউন্সিলর গণ। ৩৯৭ জনকে ২৫ লক্ষ ১ হাজার ১০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। ক্ষতি হওয়া বাড়ীগুলির পরিবাররা এই ক্ষতিপূরণ তাড়াতাড়ি পাওয়ায় বেশ খুশী। মুখ্যমন্ত্রীর প্রতি ধন্যবাদও দিতে দেখা গেল তাদের ।