অবতক খবর :: নৈহাটী :: নৈহাটী যুবতৃনমূল কংগ্রেস যুব সভাপতির নিয়োগ পর্ব এখন সাময়িক ভাবে ঠান্ডা ঘরে পর্যবসিত হয়েছে।যদিও রাজনৈতিক সূত্র অনুযায়ী আগামী ২৮শে আগস্ট ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবসে যুব সভাপতির নাম ঘোষণা হতে পারে।ইতিমধ্যে যুব সভাপতির পদ নিয়ে তৃণমূল নেতাদের মধ্যে ব্যাপক কাদা ছোড়াছুড়ি হয়েছে।এরমধ্যেই যাদের নাম ইতিমধ্যে যুবসভাপতির পদপ্রার্থীর নাম হিসাবে সম্ভাব্য হয়েছিল তার মধ্যে যুব সভাপতির পদের প্রধান দাবিদার বিষ্ণু অধিকারী তার মধ্যে অন্যতম।
নৈহাটী তৃণমূল কংগ্রেস দল যখন ব্যারাকপুরের ইনচার্জ সুবোধ অধিকারী নৈহাটীর বিধায়ক পার্থ ভৌমিকের হাত ধরে ঘুরতে শুরু করে তার থেকেই এই বিষ্ণু অধিকারী নৈহাটীর মানুষের প্রতি দায়বদ্ধতা দেখিয়ে লকডাউন পর্ব ও আমফান ঝড়ে বিধস্ত মানুষের পাশে থাকার বার্তা দিয়ে এসেছেন এবং তা নজির সৃষ্টি করেছিল।সব সময় নিজের গাঁটের কড়ি খরচ করে দরিদ্রদের পাশে থেকেছেন।
আগামী ২০২১এর নির্বাচন কে সামনে রেখে খোলা চ্যালেঞ্জ সামলানোর ব্যাপার যুব শক্তির ওপর নির্ভর হয়।যুবসভাপতি পদ নড়বড়ে বা কাঠের পুতুল হয় তাহলে বিরোধীদের মোকাবিলা তো দুরস্ত,নির্বাচন লড়াই থেকেই পালতে হবে।
যদিও বিভিন্ন সূত্র অনুযায়ী অভি দত্ত ও আর এক যুবনেতা বিকাশ সাউ এর নাম টাও এখন উঠে আসছে।বিকাশ বাবু অত্যন্ত ভদ্র,শিক্ষিত কিন্তু রাজনীতিতে কিছুটা হলেও নতুন প্রাদুর্ভাব কিন্তু বিনম্রি স্বভাবের মেজাজে সবার সাথেই কথা বলেন।গরিফা অঞ্চলের জনৈক একনিষ্ঠ কর্মী(নাম প্রকাশে অনিচ্ছুক) জানালেন নৈহাটীর থেকেই সবাই পদ পান।গরিফা অঞ্চলে যারা দলের অসময়ে পাশে দাঁড়িয়েছেন তাদের দিকে তাকায় না বর্তমান তৃণমূল নেতারা।
এখন সময়ের অপেক্ষা কবে কাকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব নৈহাটির যুবসভাপতির পদে নিয়োগ করে তার জন্য রাজনৈতিক মহল তাকিয়ে আছে।