অবতক খবর, সুজিত , হুগলি :- রাস্তা না হলে ভোট বয়কটের ডাক দাঁৎস্বর গ্রামের বাসিন্দাদের। গ্রামের বিভিন্ন জায়গায় পোস্টারিং করে তারা প্রতিবাদ জানায়। পান্ডুয়া থানার হরাল দাসপুর পঞ্চায়েতের অন্তর্গত দাঁৎস্বর গ্রামের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ।

কয়েক কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয় স্কুলপড়ুয়া থেকে বাসিন্দাদের। দাঁৎস্বর গ্রামের জোড়াপুল মোড় থেকে বারোয়ারি তলা পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তার বেহালদশা। প্রশাসনকে জানিয়েও কোন ফল হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

গ্রামবাসীদের অভিযোগ, ভোট আসে ভোট যায় । রাস্তার উন্নয়ন হয় না। একাধিক দপ্তরে জানিয়েও কোন লাভ হয়নি। বিক্ষোভ দেখাতে থাকেন তারা। বেহাল রাস্তার কারণে রোগী নিয়ে যেতে সমস্যায় পড়তে হয় তাদের। সিপিএমের আমলে রাস্তা তৈরি হলেও তার পর থেকে আর কোন রকম সংস্কার করা হয়নি। ফলে বাধ্য হয়ে ভোট বয়কটের ডাক দিয়েছেন তারা।