অবতক খবর,৩ ফেব্রুয়ারি: পৌর নির্বাচনে হালিশহরের বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল প্রার্থী কারা হবেন এবং কারা হবেন না,তা ইতিমধ্যেই বহু গুজব ছড়িয়েছে। আর এই নিয়ে হালিশহরের রাজনৈতিক মহলে চাঞ্চল্যও ছড়িয়েছে প্রচুর। আর সেই গুজবের ফাঁদে পা দিয়ে ফেলেছেন হালিশহর ২১ নং ওয়ার্ডের তৃণমূল কর্মী চন্দন মালাকার(গামা)।
আজ বিকেলে দেখা গেল হাজিনগরে গামার অনুগামীরা পথ অবরোধ করে, তাঁকে প্রার্থী করতে হবে, এই দাবি নিয়ে বিক্ষোভ দেখায়।
এই বিক্ষোভের ফলে যানজটের সৃষ্টি হয়।
এই বিষয়টি নিয়ে আমরা যখন চন্দন বাবু সঙ্গে কথা বলি তিনি জানান, “দীর্ঘ বছর ধরে আমি দলের সঙ্গে যুক্ত। ২৪ ঘন্টা মানুষের পরিষেবায় নিয়োজিত থাকি। এখন আমাকে যদি প্রার্থনা করা হয় তবে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। অন্যদিকে বিজেপি থেকে তৃণমূলে ঢুকেই যদি কেউ প্রার্থী হয়ে যায়, অর্থাৎ এই দলের পুরোনো কর্মীরা টিকিট পাবে না, আর অন্য দল থেকে ঢুকেই টিকিট পেয়ে যাবে, তা কি করে মেনে নেওয়া সম্ভব! সেই কারণেই আমার অনুগামী অর্থাৎ যারা আমাকে ভালোবাসেন, তারা আজ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।”
আমরা যখন তাকে প্রশ্ন করি যে, আপনি কোন ওয়ার্ডের প্রার্থী হতে চান?
তিনি বলেন,”২১,২২ এবং ২৩ নং ওয়ার্ডে আমি কাজ করি। এই তিনটি ওয়ার্ডের মানুষই আমাকে খুব ভালোভাবে চেনেন। সুতরাং এই তিনটি ওয়ার্ডের মধ্যে যে কোনো একটিতে টিকিট দিলেই হবে।”
এই বিক্ষোভের খবর পেয়ে হালিশহর পৌরসভার পৌর প্রশাসক রাজু সাহানী চন্দন বাবুকে ফোন করেন এবং বিক্ষোভকারীদের সেখান থেকে হটিয়ে দেয়ার কথা বলেন। তিনি নাকি তাঁকে এও বলেন যে, বিষয়টি নিয়ে বিধায়কের সঙ্গে কথা বলা হবে।