অবতাক খবর, সংবাদদাতা :: আমফানের ত্রাণ নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ এনে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দিলো ভারতীয় জনতা পার্টির। গাইঘাটা থানার ধরমপুর এক নম্বর পঞ্চায়েতে মোট নয় দফা দাবি নিয়ে সারক লিপি তুলে দেন প্রধান নির্মল ঘোষ এর কাছে।
এদিন গাইঘাটার ধরমপুর বাজার থেকে মিছিল করে এসে ধরমপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে একটি অস্থায়ী মঞ্চে অবস্থান-বিক্ষোভ করে ডেপুটেশন কপি জমা দেন বিজেপি নেতৃত্ব । এ বিষয়ে বিজেপি নেতা বিপ্লব হালদার বলেন আম্ফান এর পর থেকে এই পঞ্চায়েতে একাধিক দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই ডেপুটেশন।
তিনি বলেন এরপরেও যদি দুর্নীতি বা আমাদের দাবি মেনে না নেয়া হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে আমরা হাঁটবো। যদিও প্রধান নির্মল ঘোষ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন এটা সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে ডেপুটেশন।