অবতক খবর,১৯ অক্টোবরঃ ৫০০ টাকা দিলেই মিলছে জব কার্ড। পঞ্চায়েত বা ব্লক অফিস থেকে নয় দালালের হাতে 500 টাকা তুলে দিলেই পাওয়া যাচ্ছে জব কার্ড। হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনায় চাঞ্চল্য জেলা জুড়ে। প্রধানের কাছে লিখিত অভিযোগ দায়ের গ্রামবাসীদের একাংশের এবং সিপিএম নেতৃত্বের। দালাল চক্রের সাথে জড়িত রয়েছে তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং মেম্বাররা, অভিযোগ বিজেপির।
অভিযোগ অস্বীকার শাসকদলের। ১০০ দিনের কাজ পেতে গেলে আবশ্যিক জব কার্ড। পঞ্চায়েত সদস্য এবং প্রধানকে বারবার আবেদন করেও মিলছে না জব কার্ড অভিযোগ গ্রামবাসীদের একাংশের। অথচ দালালদের হাতে ৫০০ টাকা দিলেই সাথে সাথে মিলছে জব কার্ড। এলাকায় সক্রিয় রয়েছে দালাল চক্র। আর এই অভিযোগ ঘিরে সরগরম হরিশ্চন্দ্রপুরের রাজনীতি। এক গ্রামবাসী আইনুল হকের অভিযোগ, পঞ্চায়েত সদস্য এবং প্রধানকে বারবার বলে ও জব কার্ড পাইনি। অন্যান্য গ্রামবাসীদের মুখে শুনতে পাই যে ৫০০ টাকা দিলে জব কার্ড পাওয়া যাবে এক জায়গা থেকে। সেইমতো দালাল কে ধরে ৫০০ টাকা দি। সেই আমাকে জব কার্ড করে দেয়। এই বিষয়ে সিপিএম নেতা মোহাম্মদ হারিজ বলেন, দালাল চক্রের বিষয়টি নজরে আসতেই আমরা প্রধানকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি। সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে। পঞ্চায়েত ব্যবস্থা না নিলে প্রশাসনের কর্তাদের বিষয়টি জানাবো । এই বিষয়ে তুলসীর একটা গ্রাম পঞ্চায়েত প্রধান শকুন্তলা সিংহের স্বামী রামপ্রসাদ সিংহ বলেন, বিষয়টি জানা ছিল না অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে দেখব প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো।