অবতক খবর : উৎপল রায় : জলপাইগুড়ি : রবিবার ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গার ১ এর বটেশ্বর এলাকায় দুটি গাড়ির সংঘর্ষে আহত এক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১০ চাকার লরি ময়নাগুড়ির দিকে আসছিল এবং ধান বোঝাই টাটা এসি উল্টোদিক থেকে আসার সময় নিয়ন্ত্রণ হারায় এবং সংঘর্ষ হয়।
আহত ব্যক্তির নাম রাসতই বারই। আহত ব্যক্তিকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় গুরুতর আহত না হওয়ার কারণে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।