অবতক খবর,১১ আগস্ট,জলপাইগুড়ি: পথ নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্ব দিয়ে মালবাজার মহকুমার মালবাজার,চালসা এবং ওদলাবাড়িতে চালু হলো স্বয়ংক্রিয় “ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থার “। বুধবার জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে মালবাজার ক্যালটেক্স মোড়ে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার উদ্বোধন করেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বুলু চিক বরাইক এবং জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত।
ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার উদ্ভোধন করে মন্ত্রী বুলুচিক বরাইক জানান, “রাজ্যের মুখ্যমন্ত্রী যে সাধারণ মানুষের জীবন ও জীবিকা নিয়ে ভাবেন তার অন্যতম উদাহরণ হল সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি মেনে মালবাজার, ওদলাবাড়ি ও চালসায় স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা চালু করে প্রশংসনীয় কাজ করেছে জেলা পুলিশ”। জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, “এলাকায় যেভাবে যানবাহনের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে তাতে চালকদের পাশাপাশি পথচারীদেরও নিরাপত্তা সুনিশ্চিত করাটা জরুরী। দুর্ঘটনাপ্রবণ ৩১নং জাতীয় সড়ক, ব্যস্ততম ওদলাবাড়ি – ক্রান্তি পূর্ত সড়ক এবং চালসার চৌমাথার নতুন সিগন্যালিং ব্যবস্থায় দুর্ঘটনা কমবে বলে আশাপ্রকাশ করেন তিনি”। পাশাপাশি হেলমেটবিহীন বাইক চালকদেরও এদিন সতর্ক করা হয় অনুষ্ঠানের মধ্য দিয়ে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংদেন ভুটিয়া, মালবাজার পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান স্বপন সাহা সহ অন্যান্যরা। এদিন শহরের ট্রাফিক সিগন্যাল ব্যাবস্থার উদ্বোধন করে মহকুমার ওদলাবাড়ি ও চালসার ট্রাফিক সিগন্যাল ব্যাবস্থার উদ্বোধন করা হয়।