অবতক খবর :: বহরমপুর :: ভারতের রেলমন্ত্রী পীযূষ গোয়েল এর সঙ্গে ফোনে কথা বললেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানালেন পশ্চিমবঙ্গের গড়িমসিতে অনেক দেরি হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ দুটি ট্রেন শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য দেওয়া হয়েছে একটি আজমীর শরীফ থেকে ও আরেকটি কেরালা থেকে কিন্তু লক্ষ্য লক্ষ্য লোক আটকে আছে দুটো ট্রেনে কি হবে। কিন্তু রেল দপ্তর জানালো পশ্চিমবঙ্গ থেকে আর কিছু সেইভাবে চাওয়া হয়নি।
এই ব্যাপারে অধীর বাবু বলেন যে রাজ্য থেকে শ্রমিকরা আসবে সেই রাজ্যের নোডাল অফিসার এর সঙ্গে পশ্চিমবঙ্গের নোডাল অফিসার এর কথাবাত্রা প্রয়োজন, না হলে কতজন আসবে সেই হিসাব পাওয়া যাবে না। সেইভাবেই রেল দপ্তরের কাছে আবেদন জানাতে হবে।
রেল দপ্তর মাত্র ১৫ দিনের মধ্যে যা করার, যা ফেরানো ফেরাতে হবে ,তাই হাতে সময় কম, বাংলার মুখ্যমন্ত্রী সময় নষ্ট না করে তাড়াতাড়ি তাদের ফেরানোর ব্যবস্থা নিন।