অবতাক খবর সংবাদদাতা :- পরিযায়ী শ্রমিকের কাছে পাওনা এক লক্ষ টাকা আদায় করতে ওই শ্রমিককে নিশংস ভাবে খুন করার অভিযোগ শ্রমিক সরবরাহ কারি ঠিকাদার শাহাজাত হোসেনের বিরুদ্ধে। মৃত পরিযায়ী শ্রমিক এর নাম সাজিকুল মমিন। আলিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাহান্ন বিঘা গ্রামে স্ত্রী ও তার সন্তান নিয়ে বসবাস করতেন সাজিকুল মমিন। এর আগেও শাহাজাত হোসেন নামে এক ঠিকাদারের কাছ থেকে দাদনের টাকা নিয়ে চারবার ভিন রাজ্যে শ্রমিকের কাজ করে এসেছেন। সম্প্রতি লকডাউনে কাজ না থাকায় ঠিকাদারের কাছ থেকে এক লক্ষ টাকা আগাম নেন সাজিকুল মমিন।
কিন্তু সেই টাকা শোধ করার মত সামর্থ্য তার ছিল না অভিযোগ। গত চারদিন আগে এই টাকা আদায়ের জন্য শাহাজাত হোসেনের লোকেরা সাজিকুলমোমিনকে ঝাড়খণ্ডের বারহারওয়া থেকে অপহরণ করে নিয়ে যায়। তারপরই তার উপরে চলে অকথ্য অত্যাচার। মারধরের পাশাপাশি ওই পরিযায়ী শ্রমিকের শরীরে বৈদ্যুতিক শক দেওয়া হয় বলে অভিযোগ। এতে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই সঙ্গে মানসিক অবসাদের শিকার হন। মঙ্গলবার রাতে ঘারিয়ালিচকে শাহাজাতের বাড়ি থেকে সাজিকুল মমিনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে কালিয়াচক থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। গ্রামবাসীদের একাংশের অভিযোগ পরিযায়ী ওই শ্রমিককে খুন করে তার মৃতদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে কিছু স্বার্থান্বেষী মানুষ। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।