অবতক খবর,২৭ সেপ্টেম্বর: বিদ্যায়তন, বিদ্যাদানের কেন্দ্র। সেখানে এখন নিয়মিত মদের আসর চলছে। মহাকরোনা কাল এই সুযোগ এনে দিয়েছে। পলাশী আচার্য্য দুর্গাপ্রসন্ন হাই স্কুল একটি অত্যন্ত খ্যাতনামা স্কুল। শুধু অঞ্চলে নয় এই জেলাতে। আচার্য দুর্গাপ্রসন্ন একজন সাধক ব্যক্তি। তার নামাঙ্কিত হচ্ছে এই স্কুল।

লকডাউন চলছে। স্বাভাবিকভাবেই স্কুল বন্ধ। স্কুলের দূর দূরান্ত থেকে আসা ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য একটি সাইকেল গ্যারেজ করা হয়েছিল। এখন স্কুল বন্ধ,ফলত সেই সাইকেল গ্যারেজ মদের আসরে পরিণত হয়েছে। স্কুল কর্তৃপক্ষ এদিকে নজরদারি করছেন কিনা জানিনা বা তারা এরমধ্যে কোন অজানা আশঙ্কা বা আতঙ্কে রয়েছেন কিনা জানিনা। তবে এই স্কুল গ্যারেজটি নিয়মিত মদ্যপানের আসরে পরিণত হয়েছে।

যেহেতু মদ্যপায়ীরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত,ফলত অঞ্চলের মানুষের মুখ বুঁজে রয়েছেন। তারা নীরবতা পালনই শ্রেয় মনে করছেন। অঞ্চলটিতে একটা সামাজিক দূষণ সৃষ্টি করছে এই নিয়মিত মদ্যপানের আসর। স্থানীয় অধিবাসীরা ক্ষুব্ধ। কিন্তু অভিযোগ বা নালিশ জানাবে কার কাছে? তারা আতঙ্কে রয়েছেন যদি পাছে কিছু হয়!