অবতক খবর ,সংবাদদাতা ,পশ্চিম বর্ধমান :- পশ্চিম বর্ধমান জেলায় ২ লক্ষ ৬৩ হাজার মানুষ সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছেন। আসানসোলের কুমারপুরে এক অনুষ্ঠানে একথা জানান মন্ত্রী মলয় ঘটক। এদিন আসানসোল পৌরনিগমের ৫৫ নং ওয়ার্ডের কুমারপুরে শ্রম দফতরের উদ্যোগে ১৩৭ জন মানুষকে সামাজিক সুরক্ষা যোজনার কার্ড প্রদান করা হয়।পেনশন ও ডেথ বেনিফিটের কার্ডও বিতরণ করা হয়েছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, পৌরনিগমের মেয়র পারিষদ অভিজিৎ ঘটক, শ্রম দফতরের আধিকারিক, স্থানীয় কাউন্সিলার দীপা চক্রবর্তী সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের দরিদ্র মানুষের সুবিধার্থে ৪৪ টি প্রকল্প চালু করেছেন। এখনও পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় ২ লক্ষ ৬৩ হাজার মানুষকে সামাজিক সুরক্ষা যোজনা কার্ড প্রদান করা হয়েছে।