অবতক খবর , সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- এবার রাজ্যের সাধারণ মানুষের কাছে সরকারি বিভিন্ন প্রকল্প তুলে ধরতে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী শুরু হয়ে গেল দুয়ারে সরকার।

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ৫ নম্বর সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েত ময়দানে প্রথম পর্যায়ে শুরু হয়ে গেল রাজ্য সরকারের এই দুয়ারে সরকার কর্মসূচি ।

প্রথম দিনে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে কার্যত মানুষজনের ভিড় লক্ষ্য করা গেল।এই দিন প্রথম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচির কাজকর্ম পরিদর্শন করতে আসেন পশ্চিম মেদিনীপুর জেলার এডিএম জেনারেল সুদীপ সরকার।

এদিন তিনি বলেন ,সারা জেলা জুড়ে দুই মাস ধরে ১০০০ মতন ক্যাম্প করা হবে। মঙ্গলবার দুয়ারে সরকার কর্মসূচির প্রথম দিন পশ্চিম মেদিনীপুর জেলায় ২৬ টি ক্যাম্প করা হয়েছে বলে তিনি জানান।যেখানে ১৫ থেকে ২০টি সরকারি প্রকল্পের পরিষেবা পাবেন সাধারণ মানুষ।তবে মানুষজনের ভালো সাড়া পাওয়া যাচ্ছে এই কর্মসূচিতে।

অতিরিক্ত জেলা শাসক আরো বলেন যে ক্যাম্প গুলিতে ১১ টি প্রকল্পের সুবিধা সরাসরি মানুষ পাবেন। বাকি প্রকল্প গুলি তে একটু সময় লাগবে। তাই পশ্চিম মেদিনীপুর জেলার একুশটি ব্লকে মঙ্গলবার দুয়ারে সরকার কর্মসূচির ২৬ টি ক্যাম্প করা হয়েছে বলে তিনি জানান। তিনি সর্বস্তরের মানুষকে দুয়ারে সরকার কর্মসূচি রুপায়ন করার জন্য ওই ক্যাম্পে আসার আহ্বান জানান।