নিজস্ব সংবাদদাতা : অবতক খবর : বসিরহাট : জলই যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের। বর্ষাকাল আসলে বন্যায় ভাস্তে হচ্ছে আবার গ্রীষ্মকাল হলে পানীয় জলের কষ্টে ভুগতে হচ্ছে তাদের। জলের মধ্যে বাস করেও জলই শত্রু হয়ে দাঁড়িয়েছে। হিঙ্গলগঞ্জ এর বিস্তীর্ণ এলাকায় এমনটাই ছবি ধরা পড়ে গ্রীষ্মকালেও বর্ষাকালে।
গ্রীষ্মকাল আসলে একদিকে যেমন পানীয় জলের কষ্টে ভুগতে হয় তাদের অপরদিকে বর্ষাকাল আসলেই জলের মধ্যে ডুবে থাকতে হয় তাদের। আর এই জলের জন্যই রবিবার বিক্ষোভ দেখানো গ্রামের বেশকিছু মহিলারা। রবিবার সকালে হিঙ্গলগঞ্জ রূপমারি গ্রাম পঞ্চায়েতের বাইনাড়া কাছারিপাড়া এলাকায় একমাত্র পানীয় জলের নলকূপ থেকে বেশ কয়েকদিন ধরেই জল হচ্ছে না। তার ফলে তাদের বহু দূর দূরান্ত থেকে কয়েক কিলোমিটার পায়ে হেঁটে জল নিয়ে আসতে হচ্ছে। আর এই জল না পেয়ে রবিবার কাছারিপাড়া এলাকায় ওই পানীয় জলে নলকূপের সামনে জলের কলসি রেখে বিক্ষোভ দেখায় গ্রামের কিছু মহিলারা।
তাদের দাবি অবিলম্বে প্রশাসনকে উদ্যোগী পানীয় জলের ব্যবস্থা করা হোক। বেশ কিছুক্ষণ ধরে তারা বিক্ষোভ দেখানোর পর স্থানীয় পঞ্চায়েত সদস্যদের আসা সে বিক্ষোভ তুলে নেয়।