চলে গেলেন সত্তর দশকের অন্যতম ক্রীড়াবিদ ফুটবলার সুরঞ্জিত সেনগুপ্ত। ফুটবলের জগতে এ এক শোকাবহ দিন।

পায়ে ফুটবল হাতে কলম
তমাল সাহা

পায়ে দুর্দান্ত ড্রিবলিং চলছে ময়দানে
সুরজিৎ-এর পায়ে বল
বলতে বলতেই ভাষ্যকারের চিৎকার—
গোওওওল….
আজ থেমে গেল সব কোলাহল!

ফুটবলে ছিল রাইট উইঙ্গার
চিন্তা-চেতনায় ছিল বামে।
সে জানতো
প্রকৃত জীবন কোথায় গিয়ে থামে।

পায়ের কাজ তো ছিলই
হাতেও ছিল কারুকাজ —
কলম ধরেছিল ‘আজকাল’-এ
সুরজিৎ দ্বিতীয়বার সুরলোক জিততে
চলে গেল পরকালে।