অবতক খবর: বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক আগস্টে নয়। সম্ভতবত জোটের তৃতীয় বৈঠক হতে পারে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। মুম্বইয়ে উদ্ধব ঠাকরে এবং শরদ পওয়ার আয়োজনের বৈঠক হবে।
বেঙ্গালুরুতে দ্বিতীয় বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছিল আগস্ট মাসের শেষ সপ্তাহে ফের জোট বৈঠক হবে।
আগস্টের ২৫-২৬ তারিখে মুম্বইয়ে মিলিত হবেন ইন্ডিয়ার নেতারা।এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই সময় জোটের বেশ কয়েকজন নেতা সময় দিতে পারছেন না। সেকারণে ওই মেগা বৈঠক পিছিয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে করা হতে পারে বলে। তবে বৈঠকের ভেন্যু বদলাচ্ছে না। তৃতীয় বৈঠকের আয়োজক মূলত এনসিপি ও শিব সেনা।
শরদ পওয়ার, উদ্ধব ঠাকরেদের আয়োজনে বৈঠকে অংশ নিতে যাওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ জোটের অন্যান্য মুখ্যমন্ত্রীদের।
অন্যদিকে, গত শনিবার ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা শনিবার মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন এবং তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন।