অবতক খবর, ৩০সেপ্টেম্বর :: বনগাঁর মতিগঞ্জ ঐক্য সম্মেলনে দুর্গ উৎসবে যোগ দিলেন কেন্দ্রীয় জাহাজ ও প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর । মঞ্চে সংক্ষিপ্ত অনুষ্ঠান ছেড়ে ফিতে কেটে মণ্ডপের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে শান্তনু ঠাকুরের সাথে উপস্থিত ছিলেন গাইঘাটা বিধায়ক সুব্রত ঠাকুর ।
উদ্বোধন শেষে শান্তনু বাবু বলেন বনগাঁ, আমার মাতৃভূমি পুজোর সময় বনগায় না থাকলে মন ভালো থাকে না পুজোর পাঁচ দিন পায়ে হেঁটে বনগাঁর ঠাকুর দেখব। বনগাঁর মতিগঞ্জ ঐক্য সম্মেলনি এবার তাদের পুজো ৫৬ বছরে পদার্পণ করলো । এবার তারা বেথ , কাগজ , কটন দিয়ে প্যান্ডেল তৈরি করেছে । মণ্ডপের ভেতর রয়েছে রাম সীতার আদলে বেথের কারুকার্য।