অবতক খবর, মুর্শিদাবাদঃ চলতি বছর রাজ্যে হতে পারে পুরভোট। ইতিমধ্যেই রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে পুরভোট নিয়ে । এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ অধীর চোধুরী বলেছেন, ‘পুরভোট পরিচালনার দায়িত্ব রাজ্য সরকারের ।এই বিষয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। ‘
এরপরেই বিস্ফোরক ভঙ্গিতে অধীর চৌধুরী বলেছেন, ‘পুরভোট ব্যালটে হবে, না বুলেটে হবে ঠিক করবে মমতা ব্যানার্জী । পঞ্চায়েত ভোটের সময়ে কি হয়েছে আমরা তা দেখেছি। পুরভোটকে প্রহসনে পরিণত করার জন্য পুলিশ এবং তৃণমূল তৎপর হয়ে রয়েছে ।’
অধীর চৌধুরী অভিযোগ করে বলেছেন, ‘পুলিসের বড়কর্তারা দায়িত্ব নিয়ে নেবে মমতা ব্যানার্জীকে জেতানোর জন্য ।ঠিক যেভাবে ডোমকল পুরসভা, খোদ মুর্শিদাবাদ জেলা পরিষদ জিতিয়েছে । আসন্ন পুরভোটেও এই আশঙ্কাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ।’
বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী পুরভোটে ভোটাধিকার প্রদানের প্রসঙ্গে বলেছেন, ‘মানুষকে নিজের ভোট নিজে দেওয়ার অধিকারকে নিশ্চিত করতে হবে। মানুষকে প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলনে নামতে হবে ।’ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উদ্দেশ্যে অধীর চৌধুরী বলেছেন, ‘মমতা ব্যানার্জী ব্যালটে ভোট করতে চাইলে আপত্তি নেই । তবে মানুষ যাতে ভোট দিতে পারে এই বিষয়টাকে নিশ্চিত করতে হবে ।’ এরই সঙ্গে ব্যালটের বদলে বুলেটে ভোট করাবেন না তো,এমনই মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ।