অবতক খবর, উত্তর ২৪ পরগণাঃ নাগরিকত্ব সংশোধন আইনের প্রভাব পড়বে পৌরসভা নির্বাচনে।পশ্চিমবঙ্গের মানুষ নাগরিকত্ব সংশোধন আইন মেনে নিয়েছে। শুক্রবার বারাসাতে বারাকপুর, বারাসত ও বসিরহাট সংসদীয় জেলার সাংগঠনিক বৈঠকে এসে এই কথা বলেন মুকুল রায়। রাজ্যে পুলিশ রাজ চলছে বলে এদিন আবারও অভিযোগ করেন তিনি।
মুকুল রায়ের আরোও অভিযোগ, শাষকদলের কর্মীদের জন্য কোন আইন মানার প্রয়োজন নেই। আইন শুধুমাত্র বিরোধীদের জন্য। গোটা রাজ্য জুড়ে এই প্রবণতা চলছে।এই বিষয় মালদায় আদিবাসীদের গনবিবাহের প্রসঙ্গ তোলেন তিনি। তার দাবী রাজ্যে কবে পুরভোট হবে তা নিয়ে সন্দিহান মুকুল রায়। শুক্রবার বারাসাতে সাংগঠনিক বৈঠকে এসে বিজেপি নেতা মুকুল রায় এই কথা বলেন।