অবতক খবর :: শিলিগুড়ি ::     শিলিগুড়িতে লকডাউনের দশম দিনে কয়েকটি ঘঠনা দিয়ে শুরু হয়েছে অশান্তি। সকাল থেকেই বিভিন্ন এলকাতে রেশন কম দেওয়া নিয়ে অশান্তির খবর পাওয়া গেছে। রেশনের গুনমান নিয়েও অভিযোগ অনেকেরই। কিছু কিছু জায়গায় দোকানের ভীড় নিয়ে অশান্তি শুরু হয়। শিলিগুড়ির বিভিন্ন এলকাতে সানিজাইজেসন করা নিয়েও শুরু হয়েছে অশান্তি।

দলমত নির্বিশেষে কাউন্সিলারেরা নিজের নিজের ওয়ার্ডে খাবার বিতরন করছেন। এবং প্রতিটি বাড়িতে নানারকমের জীবানুনাশক দ্রব্য দেওয়া হচ্ছে। শিলিগুড়ির বিভিন্ন এলা কাতে ছোটখাট অশান্তির খবর পাওয়া গেলেও পুলিশি তৎপরতায় তা বেশীদুর এগোয় নি। তবে শিলিগুড়ির বিভিন্ন এলাকাতে সবজী বসা নিয়েও গন্ডগোলের সৃষ্টি হয়। এলাকাতে রোজ বসা সবজীওয়ালাদের সাথে গন্ডগোল লেগে যায় বাইরে থেকে আসা সবজীওয়ালাদের। পরে স্থানীয় মানুষ এসে সমস্যা মেটান।

গোটা দার্জিলিং জেলাতে এলাকা ভিত্তিক পরিক্ষা চালাবার কথাও ভাবা হচ্ছে। করোনা পজিটিভ নিয়ে যদি কেউ বাড়িতে থাকেন তাদের খুজে বের করতে নির্দেশ দিয়েছে প্রশাসন।