অবতক খবর,৩ ডিসেম্বর: আজ বহরমপুরে তিনটি জায়গায় ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকরা চালতিয়া বিল ইন্দ্রপ্রস্থ ও গোড়া বাজার এলাকায় যেসব পুষ্করিণী গুলি ভরাট হয়েছে সেগুলি তারা পরিদর্শন করেন। এর আগেও মুর্শিদাবাদ জেলা প্রশাসন ভূমি সংস্কার আধিকারিকরা ড্রোন ক্যামেরার সাহায্যে পুষ্করিণী গুলির ছবি তোলেন। আজ একই সঙ্গে তিনটি জায়গায় বিভিন্ন দিক থেকে পুসকুনি গুলোর ছবি সংগ্রহ করা হয় । উপস্থিত হয়েছিলেন বহরমপুর মহকুমাশাসক প্রভাত চ্যাটার্জী ও ভূমি সংস্কার আধিকারিকরা। মহকুমা শাসক জানান, যদি কোথাও অবৈধভাবে পুকুর ভরাট করা না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে এবং প্রশাসনের তরফ থেকে যথেষ্টই নজরদারি চালানো হচ্ছে ।
বেশ কিছুদিন আগে জলাভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে বহরমপুরে একটি অবস্থান বিক্ষোভ করা হয় এবং একটি রেডিও করা হয়। জলাভূমি কমিটির পক্ষ থেকে জানানো হচ্ছে প্রশাসনকে বারংবার জানিয়েও কোনো কাজ হয়নি। এর সঙ্গে অনেক মানুষই জড়িত আছেন। তাদের কথা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে অবশ্যই প্রশ্নগুলোর থাকা দরকার আছে । কারণ বিভিন্ন জায়গা জল নালার মাধ্যমে পুষ্করিণী গুলোতে এসে পড়ে কিন্তু কিছুদিন আগেও মৎস্যজীবীরা এই পুকুর ভরাট কে কেন্দ্র করে আন্দোলনে নেমে ছিলেন। তবে প্রশাসনের তরফ থেকে বারবার পরিদর্শন করা হলেও আদৌ কি এই পুকুর ভরাট করা যাবে সেদিকে লক্ষ্য আছে সকলে।