অবতক খবর :: শিলিগুড়ি :: লকডাউনের ফলে পরিবর্তন হয়েছে জায়গার, নির্দিষ্ট জায়গাতে বাজার না বসে বাজার বসছে অন্য জায়গাতে, এটা শিলিগুড়ি বিধান মার্কেটের কথা। আজ চারদিন হয়ে গেল শিলিগুড়ির বিধান মার্কেটের চির পরিচিত সবজী বাজারের পরিবর্তন হয়ে বাজার বসেছে শিলিগুড়ির কাঞ্চনজংঘা ষ্টেডিয়ামের মেলার মাঠে। এখানে বিক্রি কেমন হচ্ছে জানতে চাইলে এক সবজী বিক্রেতা জানালেন সকাল বারোটার মধ্যে যা বিক্রি হচ্ছে তার পরে আর লোক আসছেই না। নানারকমের বিধিনিষেদের মধ্যে দিয়ে দোকান করছি। বেলা আড়াইটার মধ্যে সব গুছিয়ে ফেলতে হয়। কারন তিনটের মধ্যে গেট বন্ধ হয়ে যায়।
দেখা যাক কি হয়। কতদিন চলবে এই লকডাউন জানেন না কেউই, তবুও আসছেন পেটের তাগিদে। সবজী এবং ফলের বাজার দুটোই সরে এসেছে। নতুন জায়গা কাজেই সময় তো লাগবেই জানালেন এক ফল বিক্রেতা।