অবতক খবর,২৭ জুনঃ পেটে ভাত নেই, পরিবারের মুখে দুমুঠো ভাত জোগাতে হিমশিম খেতে হয়। তবুও সে ইসলামপুর পঞ্চায়েত সমিতির ১৪ নম্বর আসনে সিপিএম প্রার্থী। সিপিএম নেতৃত্বের দাবি এই মানুষকে দেখেই তারা বামপন্থী দল করার জন্য উদ্বুদ্ধ হন।

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের আগডিমটি অঞ্চল মানে আতঙ্ক। এই অঞ্চলে প্রতিনিয়ত রাজনৈতিক সংঘর্ষ ঘটনা লেগেই থাকে। ২০১১ সালে বামফ্রন্ট রাজ্য থেকে ক্ষমতাচ্যুত হবার পর এই আগডিমটি আঞ্চলে সিপিএমের সংগঠন ভেঙে চুরমার হয়ে গেছে। আগডিমটি অঞ্চলের কালুবস্তি গ্রামের বাসিন্দা খবির আলমের পরিবার সিপিএমের পরিবার। বামফ্রন্ট রাজ্যে ক্ষমতায় থাকাকালীন এই পরিবারের বেশ কয়েকজন জনপ্রতিনিধি হলেও আর্থিক অবস্থার কোন পরিবর্তন ঘটে নি। বংশ পরম্পরায় বামপন্থী হওয়ায় সেই ধারা অব্যাহত রেখেছে। এবারে ইসলামপুর পঞ্চায়েত সমিতির ১৪ নম্বর আসনে সিপিএম প্রার্থী হয়েছেন।

দিন আনা দিন খাওয়া মানুষ। তার কাছে প্রার্থী হওয়া বাতুলতা ছাড়া কিছু নয়। সিপিএমের সংগঠন না থাকায় একা একা নির্বাচনী প্রচার করছেন। তিনি প্রচারে অংশ নেওয়া পরিবারের সেই সদস্যদের অনাহারেই থাকতেই হচ্ছে। রাজনীতি পাগল মানুষ বিরোধী দলের কাছেও দৃষ্টান্ত হিসেবে দাড়িয়েছে। খবির আলম সিপিএম নেতৃত্বকে উদ্বুদ্ধ করছে বলে সিপিএম নেতারা মনে করছেন।