অবতক খবর :: শিলিগুড়ি ::    কেন্দ্রীয় সরকার অনৈতিক ভাবে পেট্রল, ডিজেল ও করোসিনের মূল্য বৃদ্ধি, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি, রেলের বেসরকারিকরণ, কোল-ইন্ডিয়া কে বেসরকারিকরণ এবং কো-অপারেটিভ ব্যাংক বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের মাননীয় পর্যবক্ষেক মাননীয় শ্রী অরূপ বিশ্বাস মহাশয়ের উপস্থিতিতে তথা জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে জলপাইগুড়ির সমাজ পাড়া মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হল। উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব এবং যুবকল্যান মন্ত্রী শ্রী অরুপ বিশ্বাস।

এদিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় তৃনমুল কংগ্রেস কর্মীরা রান্নার গ্যাসের মুল্যবৃদ্বির বিরুদ্ধে প্রতিবাদ জানান। এদিন অরুপ বিশ্বাস জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে আগামী কদিন তৃনমুল কংগ্রেস সারা রাজ্য জুড়ে পালন করবে তাদের কর্মসূচি। তাদের প্রতিবাদের আলোচ্য বিষয় পেট্রল এবং ডিজেলের মুল্যবৃদ্বি এবং গ্যাসের দামের বৃদ্বির কারনে প্রতিবাদ। এই প্রতিবাদ চলবে সারা রাজ্য জুড়েই।

অন্যদিকে পর্যটনমন্ত্রী গৌতমদেব জানান কেন্দ্রীয় সরকার জিনিসপত্রের দাম বাড়িয়ে চলেছেন দিনের পর দিন,মানুষ বর্তমান অবস্থায় সবজী পর্যন্ত কিনতে পারছেন না,রেলকে বেসরকারি হাতে ছেড়ে দিচ্ছেন তাই তৃণমূল কংগ্রেস পথে নেমে প্রতিবাদ জানাচ্ছে,এদিন জলপাইগুড়িতে বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীরা পোষ্টার নিয়ে নিজেদের বাড়ির সামনে গ্যাস সিলিন্ডার নিয়ে বিক্ষোভ দেখান।