অবতক খবর :: নদীয়া ::   পেশায় সামান্য সবজি বিক্রেতা, মদনপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কানাইলাল ঘোষ উনি একজন প্রতিবন্ধী মানুষ। দীর্ঘদিন ধরে অনেক প্রধানকে অনুরোধ-উপরোধ করেছেন একটা ভাতার জন্য। বর্তমান প্রধান বিদিশা ঘোষ বিশ্বাস নিজে গিয়ে তার বাড়িতে বসে ফরম ফিলাপ করে জমা দিয়েছিলেন এবং সে ভাতা মঞ্জু হয়েছে।

কানাইলাল ঘোষ তার নিজস্ব তহবিল থেকে ৫০০০ টাকা প্রধানকে বর্তমান পরিস্থিতিতে অনুদান দিতে চেয়েছিলাম, মাননীয় প্রধান তাকে আশ্বস্ত করেন তার প্রতি সম্মান যাপন করেন এবং তাকে অনুরোধ করেন আপনি যে টাকাটা মদনপুর পঞ্চায়েতের দিতে চাইছেন সেই টাকাটা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেন।

সেইমতো উনি রাজি হয়ে বর্তমান পরিস্থিতি বিচার করে মুখ্যমন্ত্রীর তাহলে স্বইচ্ছায় তার স্বল্প সঞ্চয় থেকে পাঁচ হাজার টাকা দান করেছেন। মদনপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিদিশা ঘোষ বিশ্বাস কে সঙ্গে নিয়ে মাননীয় এসডিও  সাহেব মহাশয় এর কাছে গিয়ে ওই টাকা দিয়ে আসেন তিনি ।