অবতক খবর,১২ সেপ্টেম্বর: হারিয়ে গেছে প্রিয় পোষ্য বেড়াল। আর তাকে খুঁজে দেবার জন্য দু’হাজার টাকা ইনাম ঘোষণা করে পোস্টার লাগালেন হাওড়ার বাকসারা এলাকার একটি পরিবারের সদস্যরা।বেড়ালের জন্য এই ব্যাকুলতা সত্যি অনবদ্য।
বছর তিনেক আগে এক ঝড় বৃষ্টির রাত।উত্তর বাকসারা এলাকার ব্যবসায়ী তাপস রায়ের বাড়ি দরজায় বেড়ালের কান্না শুনে ছুটে আসেন স্ত্রী শুক্লা রায় ও মেয়ে নবনীতা রায়।বৃষ্টিতে ভিজে ঠকঠক করে কাঁপছিল বেড়ালটি।তাকে বাড়ি নিয়ে গিয়ে গরম দুধ খাইয়ে চাদর মুড়ি দিয়ে সেই রাতে রাখা হয়।এরপর আর রায় বাড়ি থেকে যেতে চায়নি বেড়ালটি।পরিবারের লোকেরা তাকে আপন করে নেন।নাম দেওয়া হয় ঘন্টি।ঘন্টি অবশ্য মাঝে মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে ঘুরে আসত।কিছুদিন পর তার সন্তান হয় চারটি।যারমধ্যে একজনের নাম দেওয়া হয় হলুদ ভাই।আর এই হলুদ ভাই গত পনেরো দিন আগে নিখোঁজ হয়ে যায়।
শুক্লা রায় জানান, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছেনা।সবার খাওয়া ঘুম ছুটে গেছে।বিশেষ করে মেয়ে নবনীতা খুবই ভেঙে পড়েছে।হলুদ ভাইয়ের মা ঘন্টি ছেলেকে দেখতে না পেয়ে খাওয়া দাওয়া করছে না।এই অবস্থায় তারা ঠিক করেন পোস্টার লাগাবেন।নবনীতা জানায় সাদার ওপর হলুদ ডোরাকাটা দাগ রয়েছে বলে হলুদ ভাই নাম দিয়েছি।ও সবার প্রিয়।প্রতিদিন ঘুম ভাঙায় ভোরবেলা।বাকসারা এলাকায় বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হয়েছে।তাদের প্রিয় হলুদ ভাইকে খুঁজে দিলে নগদ দুহাজার টাকা দেওয়া হবে পুরস্কার স্বরূপ।কিন্তু এখনো খোঁজ পাওয়া যায়নি।তাই উদ্বেগের মধ্যে রয়েছেন তারা।ভগবানের কাছে পুজো করছেন সকলে।আশায় রয়েছেন ঠিক ফিরে আসবে হলুদ ভাই।মানুষ নিরুদ্দেশ হলে আত্মীয়দের মন কাঁদে।কিন্তু প্রিয় পোষ্য যে আত্মীয় হয়ে উঠতে পারে এঘটনা সেটাই প্রমাণ করে।