অবতক খবর,১ সেপ্টেম্বর,বাঁকুড়াঃ- বিষ্ণুপুর পৌরসভার টেন্ডার দুর্নীতি কাণ্ডে শ্যামের একাধিক জমি পেট্রোল পাম্পে হানা দিলেন পুলিশী হেফাজতে থাকা শ্যাম ঘনিষ্ঠ রামশঙ্কর মহান্তীকে নিয়ে তদন্তকারী অফিসাররা।
টেণ্ডার দূর্ণীতি কাণ্ডে প্রধান অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিষ্ণুপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শ্যামাপ্রসাদ মুখার্জীর স্থাবর সম্পত্তির সন্ধান আগেই পেয়েছেন তদন্তকারীরা। এবার সেই সমস্ত স্থাবর সম্পত্তির খোঁজে সরজমিনে তদন্তে নামলো পুলিশ।
সূত্রের খবর, শ্যামাপ্রসাদ মুখার্জী বিপুল পরিমান টাকা জমি কেনার কাজে বিনিয়োগ করেছিলেন। বিষ্ণুপুর শহর ও শহরের আশেপাশে বিভিন্ন জায়গায় নামে-বেনামে প্রচুর জমি তাঁর রয়েছে। এমনকি ছেলে মেয়ের নামেও বেশ কিছু জমি কিনেছিলেন তিনি। তদন্তে নেমে তার মধ্যে বেশ কিছু দলিলও উদ্ধার করেছে পুলিশ। এবার সেই উদ্ধার হওয়া দলিলের জমি চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। পুলিশী হেফাজতে থাকা শ্যাম ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রামশঙ্কর মহান্তী ওরফে খোকনকে নিয়ে শহর ও শহর সংলগ্ন মরার গ্রাম পঞ্চায়েত এলাকায় খড়িকাশুলিতে ৪ বিঘা জমির ওপর নির্মীয়মান পেট্রোল পাম্পে যায় তদন্তকারী অফিসাররা পাশাপাশি খড়িকাশুলি তে অপর এক জায়গায় রয়েছে প্রায় ১২ বিঘা জমি। এছাড়াও শহরের তুর্কিডাঙ্গায় রয়েছে ৬ কাঠা জমি। আজ এই সমস্ত জায়গায় হানা দেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা শ্যাম ঘনিষ্ঠ রামশংকরকে নিয়ে। শ্যাম মুখার্জী নামে-বেনামে ঐ সমস্ত জমি কেনার ক্ষেত্রে ঠিক কতো পরিমান টাকা বিনিয়োগ করেছিলেন সে তথ্য জানার চেষ্টা করছে পুলিশ বলেই জানা গেছে।