অবতক খবর,১৪ জানুয়ারি,বাঁকুড়া:- সকাল থেকে তৃনমূলের দুই গোষ্ঠীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার জয়পুর ব্লকের যাদবনগর এলাকা। স্থানীয় সূত্রে জানা গেছে স্থানীয় একটি মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃনমূলের ওই দুই গোষ্ঠী। সংঘর্ষের ঘটনায় কুড়ি জনেরও বেশি জখম হয়েছে। আহতদের জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে এলাকায় শাসক দলের রাশ কার হাতে থাকবে তা নিয়ে তৃনমূলের জয়পুর ব্লক সভাপতি ইয়ামিন শেখ অনুগামীদের সঙ্গে দীর্ঘদিনের বিবাদ উত্তরবাড় গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ ঘোষ অনুগামীদের। এদিন যাদবনগর লাগোয়া বাঁকা সিনি এলাকায় দিলীপ ঘোষ অনুগামীদের কয়েকজন মকর সংক্রান্তির মেলা দেখতে গেলে ব্লক সভাপতি ইয়ামিন শেখ গোষ্ঠীর লোকজন হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের কুড়ি জনেরও বেশি আহত হন। এর মধ্যে ২ জনের আঘাত গুরুতর। ঘটনায় এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন।