অবতক খবর,১৯ জুন,মলয় দে নদীয়া:-শান্তিপুর স্টেশন রোডে চৌধুরী জুয়েলার্সে ভরদুপুরে ডাকাতির চেষ্টা, এলাকাবাসীর দাবি ওই দোকানে মালিক কিছুক্ষণের জন্য বাজারে যাওয়ার সুযোগে বনগাঁ বাটার মোড় থেকে আগত মইদুল শেখ নামে ব্যক্তি ওই দোকানে ঢুকে পড়ে চাবি এবং অন্যান্য জিনিসপত্র ঘাটতে থাকে যদিও পেছনে কর্মচারী হিসাবে কাজ করছিলো অমিত দেবনাথ যদিও সে আপন মনে কাজ করার জন্য বিষয়টি খেয়াল করতে পারিনি।

তবে ঠিক উল্টো দিকের ভাতের হোটেলের দোকান ববিতা বিশ্বাস বিষয়টি লক্ষ্য করে পার্শ্ববর্তী দোকানদারদের দাগ দেয় সাথে সাথে সকলে ছুটে এসে তাকে হাতেনাতে ধরে যদিও ধৃত ব্যক্তি জানাই সে শুধুমাত্র ৫০০ টাকা নিতেই নাকি দোকানে এসেছিলো। তবে তার সঙ্গে মোটরসাইকেল নিয়ে আসা আরেক ব্যক্তির যোগ সাদৃশ পাওয়া যাচ্ছে।

গোপালনগর বিন্তা পাড়ার রাজিব বিশ্বাস। যদিও সে মোটর সাইকেলে নামিয়ে দিয়ে চলে যায় বলে জানাই ধৃত ওই ব্যক্তি।
যদিও শান্তিপুর থানার পুলিশ গোটা ঘটনাটি তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই।