অবতক খবর , উত্তর দিনাজপুর : চারিদিকে অজস্র ঝিলের পাশে সবুজের বনবীথি ছায়ায় প্রকৃতির কুঞ্জ বনে অনুষ্ঠিত হলো পুজোর আড্ডা। সৃজন সাহিত্য আসর ও নন্দঝাড় ছাত্র সমাজের যৌথ উদ্যোগে রবিবার এমনই আসর বসে গোয়ালপখোর ব্লকের কাঁচনা বিলের পার্শ্ববর্তী এলাকায়।
সৃজন সাহিত্য আসরের সম্পাদক সুশান্ত নন্দী এবং নন্দঝাড় ছাত্র সমাজের সম্পাদক চন্দন পাল এর স্বাগত ভাষণের পর উদ্বোধনী সংগীতে অংশ নেন নিপু পাল। স্বরচিত কবিতায় অংশ নেন উজ্জ্বল দত্ত, গীতাঞ্জলি কুন্ডু, মহম্মদ সান্দার আলম, দিবাকর বিশ্বাস, নির্মল মন্ডল, সন্ধ্যা রানী রায় মন্ডল, প্রণতি পাল প্রমুখ। এদিন নাট্য জগতে বিশেষ অবদানের জন্য অরবিন্দ তালুকদারকে সৃজন সাহিত্য আসরের পক্ষ থেকে সম্মান জানানো হয়।
গল্প পাঠে ছিলেন অবিরা সেনগুপ্ত মন্ডল,নারী শক্তির উত্থান নিয়ে আলোচনায় অংশ নেন গৌতম বিশ্বাস। পুজো কেন্দ্রিক কবিতা ও গানে অংশ নেন অর্পিতা দত্ত ও সম্পা শেঠ।মুক্ত গদ্যে ছিলেন মৌসুমী নন্দী। পুজো কেন্দ্রিক আলোচনায় অংশ নেন রাম ভরস দাস, সর্বাশীষ পাল, অরবিন্দ তালুকদার, কর্ণদেব রায়,স্বরূপানন্দ বৈদ্য। হাসির সংলাপে ছিলেন গৌতমী সরকার ও সুশান্ত নন্দী।শুভেচ্ছা বক্তব্যে অংশ নেন জয় প্রকাশ দাস।
আবৃত্তি পরিবেশন করেন মিঠুন দত্ত,সীমা সরকার পাল। বাঁশিতে আগমনী গান শুনিয়ে আসর মাত করেন প্রাণ গোপাল বালা।
এদিন ওই ব্লকের থেকে প্রকাশিত প্রথম সাহিত্য পত্রিকা “রোশনাই”অতিথিদের হাত ধরে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মিঠুন দত্ত।