আমরা ধীরে ধীরে হতেছি কাঙাল
মনে পড়ে সেই মানুষটিকে আজীবন লড়াকু শিক্ষাবিদ বোকা বুদ্ধিজীবী সুনন্দ সান্যাল!
প্রণাম
তমাল সাহা
সবাই বিক্রি হয়ে গেছে বিদ্বজ্জনের হাটে
সিঙ্গুর নন্দীগ্রাম কামদুনি সারদা কাণ্ডে সোচ্চার তিনি
পোশাক ছেড়ে পরেননি বিকিনি
তিনি আজ নীরবে চলে গেলেন শ্মশান ঘাটে
সুটিয়া কাণ্ডে শিক্ষক বরুণ বিশ্বাস খুন
তিনি সোচ্চারে বলে দিয়েছিলেন দায়ী মন্ত্রীর নাম
সব সুশীলজন যখন দালালি খেয়েছে
তিনি হননি শাসকের গোলাম
এইসব মানুষের গান স্যালুট লাগে নাকি
তাদের জন্য বাঁধা জনতার সেলাম