অবতক খবর,২৩ অক্টোবর: একেই অগ্নিমূল্য বাজার তার উপরে মিলছেনা দাম। তাই এবার দীপাবলি প্রদীপের চাহিদা থাকলেও জোগান দিতে পারছেনা কুম়োর বাড়ি থেকে। বালুরঘাট শহরের ডাঙ্গা অঞ্চলে সুদেব চন্দ্র পাল এখন মাটির হাড়ি বানানোর কাজেই জোর দিয়েছে। কারণ দিপাবলি এলেও বাজারে নেই প্রদীপের মূল্য, প্রায় জলের দরে বেচতে হয় তাদের। তারপর মরার উপর খাড়ার ঘা, সরষের তেলের দাম অগ্নিমূল্য হওয়ার কারণে কপালে ভাঁজ পড়েছে কুমোর বাড়ির শিল্পীদের। তাই প্রদীপ ছেড়ে ধুনুচি, ঘট, গাছা বানাতে ব্যস্ত সুদেবচন্দ্র পাল। অগ্নি মূল্য বাজারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে বিদেশি আলোক সজ্জার বৈদ্যুতিক বাতির ব্যবসা।
তাই বাঙালি দীপাবলির প্রদীপের ব্যবহার ভুলতে শুরু করেছে। আর এই কারণে জ্বালানি এবং মাটির দাম বেড়ে যাওয়ার ফলে প্রদীপ বিক্রয় করে লাভের মুখ দেখছে না তারা। তাই এবার প্রদীপের চাহিদা কিছুটা থাকলেও পুজোয় ব্যবহৃত মাটির ধুনুচি,সরা,ঘট বানাতেই দেখাগেলো সুদেব বাবুর পরিবার-পরিজনদের।