অবতক খবর,১০ জানুয়ারি: গত ৫ই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদীর পাঞ্জাবের যাত্রার দরুন সুরক্ষার জন্য তাঁর কনভয় 10 থেকে 15 মিনিট রাস্তায় দাঁড়িয়ে পড়ে। এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয়।সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন.ভি রামান্না, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি হেমা কোহলি মামলার তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করে দেয়। অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। বিচারপতির বেঞ্চে রুল অফ পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা এবং এডিপি সুরক্ষা পাঞ্জাবকে এই তদন্ত কমিটির সাথে যুক্ত করার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য সুরক্ষায় গাফিলতির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে একটি এনজিও’র তরফ থেকে একটি জনস্বার্থ মামলা করা হয়। এই মামলার প্রধান বিচারপতিসহ তিন বিচারপতির বেঞ্চ এই মামলা গ্রহণ করে এবং শুনানি করেন।
প্রধানমন্ত্রীর সুরক্ষা গাফিলতি নিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার আলাদা আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে। তবে বিচারপতিরা এই দুই কমিটিকে তদন্ত আপাতত স্থগিত রাখার নির্দেশ দেন।