ভালোবাসার মানুষকে সামনে রেখে
আজ প্রমিস ডে। কেউ কথা রাখেনি। এসো,আমরা কথা রাখি,প্রমিস করি
প্রমিস ডে
তমাল সাহা
তুমি বললে, প্রমিস!
আমি বললাম, প্রমিস!
আমাদের প্রমিসরা খুব
দৌড়বীর ছিল।
কে কার আগে বলতে পারে
তার জন্য লড়াই করছিল।
আমি বললাম,
প্রমিস! প্রমিস! প্রমিস!
তুমি বললে তার চেয়েও দ্রুত
প্রমিস! প্রমিস! প্রমিস!
কেন এত দ্রুত বলছিলাম?
আমাদের প্রমিসের সঙ্গে
প্রাপ্তির ইশারা ছিল।
এই প্রথম আমরা দুজনের
চোখের ভাষা পড়তে পারছিলাম।
আমরা দুজনাই স্তব্ধ ছিলাম।
মুখ ফুটে কিছু বলছিলাম না।
কিস ডে আর হাগ ডে-র
প্রতীক্ষা করছিলাম।
খিদে কাকে বলে,
আমরা দুজনেই বুঝেছিলাম।
ভ্যালেন্টাইন্স ডে-র আরও
দুদিন আগে এলে ক্ষতি কি?
ওরাও প্রমিস করে, অঙ্গীকার করে,
শপথ করে, প্রতিশ্রুতি দেয়।
কেন দেয়? পাবার জন্য।
পাবার পর প্রতিশ্রুতি ভঙ্গ করে।
আমরা মাত্র দুজন—
প্রমিস করলেও কি
শেষ পর্যন্ত কথা রেখেছিলাম?
ওরা কোটি কোটি মানুষকে
দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারে?
ওদের প্রমিসের সঙ্গে
আমাদের প্রমিসের সম্পর্ক রয়েছে।
ওরা যাতে প্রমিস ভঙ্গ না করে
তার জন্য আমাদের প্রমিস
করতে হবে।
কাছে এসো, হাতে হাত রাখো।
আবার নতুন করে প্রমিস করি—
প্রথমটা ছিল গোপনে,
এখন প্রকাশ্যে…