অবতক খবর,১২ মার্চ: সদ্যোজাত কন্যা সন্তানকে শাশুড়ীর কোলে তুলে দিয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এক প্রসূতি মা। ঐ প্রসূতি মায়ের নাম মুসকুরা খাতুন (১৯) । লকডাউন চলাকালীন বিয়ে হয় বিলাস পুর এলাকার তেমারপুরের মাহির হুসেনের সাথে। করনদিঘি গার্লস স্কুলের ছাত্রী ।
এবারে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল মাদারগাছি হাই স্কুলে। বুধবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে করনদিঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়। খবর দেওয়া হয় করনদিঘি গার্লস স্কুলে । হাসপাতালের বেডে স্লাইন হাতে পরীক্ষা দেয় মুসকুরা। বিকাল গড়িয়ে সন্ধ্যায় কন্যা সন্তান প্রসব করে সে।
আজকেও হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিচ্ছে মুসকুরা খাতুন। এদিন হাসপাতালে ছুটে আসেন পরীক্ষা কেন্দ্রের ভেনু ইঞ্চার্জ রোসিন আলমগীর। স্বামী মাহির পরীক্ষা দিতে নিষেধ করলেও মুসকারা প্রসব যন্ত্রণা উপেক্ষা করে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্তে অটল থাকে।