সাজ্জাদ হোসেন আহমেদ :: অবতক খবর :: কোচবিহার :: ৫মে :: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিহত করতে লকডাউন চালু রেখে সরকারি নির্দেশে প্রায় সমস্ত দোকান খামার, ব্যবসা বানিজ্য খুলে দিয়েছেন। সেকারণে প্রাইভেট মাষ্টাররা মনে করেন, হাজার হাজার ছাত্রের ভবিষ্যতের কথা ভেবে প্রাইভেট টিউশনও চালু করার অনুমতি দেওয়া হোক।
টিউশন মাষ্টার তথা গৃহ শিক্ষকদের আবেদন, তারা শিক্ষিত বেকার যুবক, টিউশনে ছাত্র পড়ানো বন্ধ থাকায় তাদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। ফলে তারা সংসার চালাতে বিপর্যস্ত অবস্থায় পড়ে একটা কঠিন পরিস্থিতির স্বীকার হয়েছেন।
এমতাবস্থায় গৃহশিক্ষকরা শীতলকুচি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দ্বারস্থ হয়েছেন। গৃহশিক্ষকদের দাবি, তাদেরও প্রাইভেট পড়ানোর অনুমতি দেওয়া হোক, নতুবা প্রাইভেট টিউটরদের যথাযথ আর্থিক অনুদান দেওয়া হোক।
প্রাইভেট টিউটর অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সফিয়ার রহমান জানায়, বিডিও ওয়াঙদি গ্যালপো ভুটিয়ার তরফে জয়েন্ট বিডিও গৃহশিক্ষকদের দাবী পত্র গ্রহন করেন, এবং তাদের দাবীর বিষয়টি দেখা হবে বলে কথা দিয়েছেন।