অবতক খবর,১২ নভেম্বরঃ প্রায় ৫০ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল ইসলামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার রামগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর পিন্টু বর্মনের কমান্ডিংয়ে এএসআই ইউসুফ আলী সহ বিশেষ টিম রামগঞ্জ নয়া পাড়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে শিলিগুড়িগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের যাত্রীবাহী বাসে তল্লাশী অভিযান চালায়।
যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে মালদা জেলার রতুয়া থানার আলপাড়া রতুয়া কলোনীর বাসিন্দা ২১ বছর বয়সী চেইনতারা খাতুনকে আটক করে পুলিশ। চেইনতারা খাতুনের কাছে থাকা একটি ভ্যানিটি ব্যাগে ব্রাউন সুগারের দুটি প্যাকেট উদ্ধার করে পুলিশ। ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার আইসি শমীক চ্যাটার্জী ও ডিএসপি হেডকোয়ার্টার দেবাশীষ রায় এবং ইসলামপুরের বিডিও রজত রঞ্জন দাস ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিক তদন্তে মহিলার কাছ থেকে প্রচুর মাত্রায় মাদক উদ্ধারে চেইনতারা খাতুনকে গ্রেপ্তার করে ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয়। ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ চেইনতারা খাতুনকে গ্রেপ্তার করেছে। তাঁর কাছ থেকে ৭৩৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। শিলিগুড়ি পাচারের উদ্যেশ্যেই এই ব্রাউন সুগার নিয়ে যাওয়া হচ্ছিল। আগামীকাল ধৃতকে আদালতে পাঠানো হবে। এছাড়াও মাদক পাচার সংক্রান্ত সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।