অবতক খবর, কোলকাতা :: আজ অল ইন্ডিয়া মাইনোরিটি ফেডারেশনের পক্ষ থেকে কলকাতার বর্দান মার্কেট থেকে পার্ক স্ট্রীট মাদার টেরেসা মূর্তি পর্যন্ত এক মৌন মিছিল বের করা হয়। মূলত প্রিয়াঙ্কা রেড্ডির ধর্ষণ এবং হত্যাকারীদের কঠোর শাস্তির দাবিতে এই মিছিল বের করেন এই সংস্থার চেয়ারম্যান ফরিদ খান ও অন্যান্যরা। তারা মৌন মিছিল করে মদার তেরেসার মূর্তি পর্যন্ত জান ও মোমবাতি জ্বালিয়ে প্রিয়াঙ্কার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ও তার আত্মার শান্তি কামনা করেন তারা।
এ প্রসঙ্গে ফেডারেশনের চেয়ারম্যান ফরিদ খান বলেন, প্রায়দিন এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে, তা যেন বন্ধ হয়। দেশে তো আইন শৃঙ্খলা রয়েছে। কিন্তু সেই আইন যেন আরও কঠোর করা হয়। ফাস্ট ট্রেক কোর্টে বিচার করে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক অপরাধীদের। সেই সঙ্গে তিনি এও বলেন,কোন উকিল যেন এইরকম অপরাধীদের হয়ে মামলা না লড়েন। কারণ অপরাধের সঙ্গ দেওয়াও একধরনের অপরাধ।