অবতক খবর, সংবাদদাতা , মালদা :-  মালদা :নিরঞ্জন চ্যাটার্জি একজন সাধারণ পুলিশকর্মী। তাঁর প্রয়াত স্ত্রী শুক্লারানী চ্যাটার্জির স্মৃতিতে প্রতিবছর দুস্থদের বস্ত্রদান যেমন করেন তেমনি স্কুল প্রতিষ্ঠানে ও মন্দিরে আর্থিক সাহায্য তুলে দেন তিনি । ইতিমধ্যে টানা ১২ বছর নিজ বাসভবনে বঙ্গালটুলি লেনে দুস্থদের বস্ত্রদান করেছেন ।

এবার ১৪ বর্ষে পদার্পণ করল নিরঞ্জনের মহতি সেবামূলক কার্যক্রম। রবিবার ওল্ড মালদা ব্লকের মাধাইপুরে রুপ সনাতন মন্দিরের উন্নতিকল্পে ৫০ হাজার টাকা মন্দির কর্তৃপক্ষের সভাপতি দিবাকর ঘোষের হাতে তুলে দেন , রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ন চৌধুরী। প্রসঙ্গত, ২০০৬ সালে ২৪ শে অক্টোবর নিরঞ্জন চ্যাটার্জির স্ত্রী প্রয়াত হন। তার পরের বছর থেকে প্রতি বছর নিরঞ্জন চ্যাটার্জি দুস্থদের বস্ত্রদান, স্কুলের উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে স্ত্রীর স্মৃতিতে অর্থদান করছেন। রবিবার মন্দিরে অর্থদান করলেন তিনি । এদিনের অনুষ্ঠানে প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি প্রসেনজিত দাস , মালদহ সমাচার পত্রিকার সম্পাদক সঞ্জীব কুমার চক্রবর্তী, মালদা বার এসোসিয়েশনের সহ-সভাপতি অরবিন্দ ব্যানার্জি, প্রয়াত স্ত্রীর স্বামী নিরঞ্জন চ্যাটার্জি, তাঁর মেয়ে মান্টি দাস, জামাই রামকৃষ্ণ দাস এবং দুই নাতি দেবাংশু ও রুদ্রাংশু সহ অনেকে । উপস্থিত সকল অতিথি তাঁদের ভাষনে টানা এই মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।