অবতক খবর,৫ নভেম্বর: প্লাস্টিক ব্যবহার নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এক নতুন উদ্যোগ নিলেন চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির কালী পুজো কমিটির উদ্যোক্তারা। প্লাস্টিক কতখানি পরিবেশ দূষণ তৈরি করে সেই বিষয়টি মাথায় রেখে মাটির ভাঁড়ে মধ্যে খিচুড়ি খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন পুজো কমিটির উদ্যোগতারা। প্রায় দশ হাজারেরও বেশি মানুষের জন্য খিচুড়ি খাওয়ানোর বন্দোবস্ত করা হয়েছে বলে জানা গেছে। এদিন মাটির ভাঁড়ে খিচুড়ি খেয়ে শুভ সূচনা করেন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল ও চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আরফিন আজাদ বিডিও কানাইয়া কুমার রায়।
এদিন দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। তার পাশাপাশি সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়েও সাধারণ মানুষকে সচেতনত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সব মিলিয়ে কালীপুজো উৎসবে মেতে উঠেছেন কানকি ফাঁড়ির পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও।